আব্দুল মজিদ একাডেমী-গৃহগ্রাম এর প্রতিষ্ঠাতা মরহুম ডাঃসৈয়দ আব্দুল ওয়াজেদ সাহেব গভীরভাবে অনুভব করতেন মান্সম্মত শিক্ষার অভাবে এলাকার মেধাবী শিক্ষার্থীরা অন্যান্যদের থেকে পিছিয়ে পড়ছে। তাদেরকে দেশ,সমাজ ও জাতির কল্যাণে যোগ্য সম্পদ হিসেবে গড়ে তোলা প্রয়জোন। কারণ শিক্ষা ছাড়া উন্নয়েনের কোন বিকল্প নেই। একমাত্র শিক্ষায় পারে অন্ধকার দূরীভূত করে আলোর পথ দেখাতে। পল্লী অঞ্চলের শিশু-কিশোরদের বর্তমান প্রতিযোগিতার যুগে নিজেকে প্রস্তুত করার নিমিত্তে আধুনিক ও যুগোপযোগী মানসম্মত শিক্ষাই শিক্ষিত করার লক্ষে অসাম্প্রদায়িক চেতনার ধারক ,বাহক,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তি মরহুম ডাঃসৈয়দ আব্দুল ওয়াজেদ সাহেব তার পিতার নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেন। সেই মোতাবেক মরুহুম ডাঃসৈয়দ আব্দুল ওয়াজেদ সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় তার পিতার নামে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আব্দুল মজিদে একাডেমী-গৃহগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। জন্মলগ্ন থেকে হাজারো সীমাবদ্ধতার উর্ধে উঠে এ বিদ্যালয় এতদ অঞ্চলের জনগোষ্ঠীকে আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ করে তুলছে। 

এতব্যাতীত ২০১০ সালে বিদ্যালয়টিকে নিম্ন মাধ্যমিক থেকে পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করতে মরহুম সৈয়দ আব্দুল ওয়াজেদ সাহেবের ৩(তিন) পুত্র যথাক্রমে- সৈয়দ ফকরুল ইস্লাম,সৈয়দ,নূর-উল ইসলাম ও এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম গত ০৬/০৪/২০১০ তারিখে পূর্বে পিতার দেওয়া ৫০ শতক জমির পর আরও ১৯ শতক জমি বিদ্যালয়ের নামে রেজিঃ দলিল করে দেন। উল্লেখ্য যে,অত্র বিদ্যালয়ের ২০১০ ইং সাল ৯ম শ্রেণী,২০১১ সালে ১০ম শ্রেণী চালু করা হয়েছে এবং ২০১২ ইং সাল থেকে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহন করেছে। এছাড়া বিদ্যালয়টি ২০১৯-২০২০ অর্থবছরে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এম.পি.ও ভুক্ত করা হয়েছে. 

Scroll to Top